নেতাজি সুভাষচন্দ্র বসু কি মরেননি?

নেতাজি সুভাষচন্দ্র বসু’র নাম শুনেছি, কিন্তু এতো ইতিহাস ঘেঁটে দেখা হয়নি কখনও। এটা আমি জানতাম না যে, তাঁর জন্মের ঠিকুজি (১৮৯৭) আছে, কিন্তু তাঁর মৃত্যুর কোনো সুনিশ্চিত খবর আজও কেউ জানে না, কিংবা জানলেও সেগুলো কেউ বিশ্বাস করে না।

সুভাষচন্দ্র বসু সম্পর্কে ছোট্ট করে এতোটুকু বলে নেয়া যায় যে, তিনি গান্ধীজি’র অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন না, এবং মনেপ্রাণে বিশ্বাস করতেন, রক্ত দিয়েই স্বাধীনতা আসে। তাই তিনি ভারতের স্বাধিকার আন্দোলনে সশস্ত্র হবার আহ্বানে হয়ে উঠেন ‘নেতাজী’। পরবর্তীতে স্বাধীন ভারতের সশস্ত্রবাহিনীর কাছেও তাই তিনি একজন আদর্শ।

কিন্তু তাঁর মৃত্যুর বিষয়টি হলো, ১৯৪৫-এর ১৮ আগস্ট তাঁকে বহনকারী জাপানি বিমানটি ফরমোসায় (বর্তমান তাইওয়ান) বিধ্বস্ত হয়; বিমানের জ্বালানী তাঁর শরীরে পড়ে আগুন জ্বলতে থাকলে শরীরে থার্ড ডিগ্রী বার্ন নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা পান। সেখানে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হয়, আর তিনি কোমায় গিয়ে মৃত্যুবরণ করেন বলে উল্লেখ পাওয়া যায়। কিন্তু দুদিন পর তাঁর মরদেহ বলে তাইহোকু শ্মশানে একটি লাশ দাহ করা হলেও সেই লাশ কাউকে দেখতেও দেয়া হয়নি, ছবিও তোলা হয়নি। এরপর থেকেই অনিশ্চিত হয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর।

এমনকি তাঁর মৃত্যুর খবর বিশ্বাস করেননি জওহরলাল নেহরুও।

কিন্তু কিভাবে ১৯ বছর পরে, সুভাষচন্দ্র বসু এসে হাজির হলেন জওহরলাল নেহরুর মরদেহের পাশে, আর এর সাথে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধইবা কিভাবে জড়িত, সেই ঘটনা ইনশাআল্লাহ বলবো আগামীকালকে…

মঈনুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*