নেতাজি সুভাষচন্দ্র বসু কি মরেননি?
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের ঠিকুজি আছে, কিন্তু মৃত্যুর?
সুভাষচন্দ্র বসুর জন্মের ঠিকুজি আছে, কিন্তু মৃত্যুর ঠিকুজি নেই। তারও চেয়ে চমকপ্রদ ব্যাপার হলো মৃত্যুর ১৯ বছর পরে তাঁকে দেখা গেছে জওহরলাল নেহরুর মৃতদেহের পাশে। আর সাথে জড়িয়ে আছে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কেমন করে?
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের ঠিকুজি আছে, কিন্তু মৃত্যুর?
১৯৪৫-এ সুভাষচন্দ্র বসুর শেষ খবর পাওয়া যায়। কিন্তু কিভাবে ১৯ বছর পরে তিনি নেহরুর মরদেহের পাশে, আর তার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধইবা কিভাবে জড়িত?
সুভাষচন্দ্র বসু অন্তর্ধানের ধুম্রজাল কাটিয়ে কি উঠা যায় না? এতোগুলো তদন্ত হলো, তারা কী বলে?