বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি: কেন লিখব?
লেখাটি সচলায়তনে পূর্ব-প্রকাশিত^ হলেও সময়ের প্রেক্ষিতে আবার তুলে ধরছি: উইকিপিডিয়া কী, কিভাবে সেখানে কাজ করতে হয়, তা সম্বন্ধে ছোট্ট, কয়েক কথায় ধারণা পাওয়া যাবে এখানে^। সচলায়তনে বাংলায় ব্লগ লেখালেখি করে যারা বাংলাকে তুলে ধরছেন, বাংলার চর্চা বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলেই কি বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি করেন? প্রশাসক হলে হয়তো সেটা বলতে পারতাম, তবে দুঃখের বিষয় আমি…