
ট্যুর টু শরিয়তপুর: পর্ব ১
~ দাড়িতে হাওয়া লাগানো অভিযাত্রা ~ বন্ধু নাকিবের ফুফাতো ভাই রবিন একটা মোটরসাইকেল কিনেছে ভাইয়ের টাকায়, সেটা তার বাবা-মাকে দেখাতে নিয়ে যাবে শরিয়তপুরের কার্ত্তিকপুরে, তাই নাকিবকে ধরেছে তাকে নিয়ে যেতে হবে। নাকিব কি আর আনন্দ করার সুযোগ ছাড়ে? সাথে সাথে খবর দিলো মামাতো ভাই শাকিল ভাইকে আর আমাকে। ফ্রি ছিলাম, তাই চল মামু ঘুইরা আসি…।…