সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।
কিন্তু কখনও কখনও জীবনের চেয়েও সময়ের মূল্য বেশি, যখন সে জীবনটা হয় এমন জ্ঞান অর্জনের জন্য, যা অন্যকে বিলিয়ে দেবার জন্য [অর্জিত]।
– মঈনুল ইসলাম

আমার অচেতন থেকে উৎসারিত কথন যত…
সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।
কিন্তু কখনও কখনও জীবনের চেয়েও সময়ের মূল্য বেশি, যখন সে জীবনটা হয় এমন জ্ঞান অর্জনের জন্য, যা অন্যকে বিলিয়ে দেবার জন্য [অর্জিত]।
– মঈনুল ইসলাম
বস্তুর আগে তার ছায়া তৈরি হয় না।
আর যদি বস্তুর আগে তার ছায়া তৈরি হয়ই, তবে সেটাকে আর ছায়া বলা যাবে না – সেটা কাঠামো (নিয়ম)।
– মঈনুল ইসলাম
কান্না সবসময়ই নীরব; বদ্ধ।
মানুষ জোরে কাঁদে অন্যকে দেখিয়ে সান্ত্বনা পাবার জন্যে।
– মঈনুল ইসলাম
মানুষের শিক্ষণ হবে অভিজ্ঞতা থেকে।
অন্যের থেকে মানুষ শিখে না (শেখা উচিত না), জানে মাত্র।
– মঈনুল ইসলাম
মানুষের সীমাবদ্ধতাই মানুষকে শেখায়।
সীমাবদ্ধতা না থাকলে হয় মানুষ জন্মগত ‘সব’ জ্ঞান নিয়ে আসতো, নতুবা চিরমূর্খ থাকতো।
– মঈনুল ইসলাম
সবার আগে নিজের স্বার্থ দেখো।
যখন নিজের স্বার্থ দেখতে গিয়ে অন্যের স্বার্থ ক্ষুণ্ন হবার উপক্রম হবে, তখন অন্যের স্বার্থ দেখো।
– মঈনুল ইসলাম
যার কথা বুঝো, তার সাথে চলা তোমার ইচ্ছা।
যার কথা বুঝো না, তার সাথে চলা তোমার কর্তব্য।
নাহলে শিখবে কী করে?– মঈনুল ইসলাম
প্রথমে পেট ‘অর্থ’ তৈরি করে।
পরে ‘অর্থ’ পেট তৈরি করে।– মঈনুল ইসলাম
তর্ক করে তত্ত্ব বদলানো যেতে পারে;
কিন্তু তর্ক করে বিশ্বাস বদলানো যায় না।– মঈনুল ইসলাম
তর্ক শুধুই ‘কথা’ নয়,
কথার পিঠে কথা।– মঈনুল ইসলাম
বুড়ো না হলে তোমার কথা কেউ শুনবে না।
কিন্তু বুড়ো হলে আর তোমার কথা কেউ শুনবে না।– মঈনুল ইসলাম