বাংলা উইকিপিডিয়ায়^ আমার যাত্রা শুরু হয় ২ জানুয়ারি, ২০১০ তারিখে রাত ৮টা ৩২মিনিট থেকে। আমার ব্যবহারকারী পরিচিতি নম্বর (ID) হলো 10113। মনের মতো কাজ হলো উইকিপিডিয়ায় বিনা পয়সায় অবদান রেখে চলা। বাংলা ভাষার তথ্য উইকিপিডিয়ায় যেমন কম আছে, তেমনি বাংলাদেশ সম্বন্ধীয় তথ্যও আছে কম। তাই এগুলো সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশের উল্লেখযোগ্য মাথাদেরকে পরিচয় করিয়ে দেয়ার কাজটি মনের আনন্দে করি।
এই মুহূর্ত পর্যন্ত আমার করা সম্পাদনার সংখ্যা^
উইকিপিডিয়ায় আমার অবদানগুলো এরকম (সব অবদান দেখা যাবে এখানে^):
- বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব^ (বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে দীর্ঘ নিবন্ধ)
- অমর একুশে গ্রন্থমেলা^ (সবচেয়ে সফল পরিবর্ধন)
- চুড়িহাট্টা মসজিদ^ (সবচেয়ে বেদনাদায়ক অবদান)
- গুড়পুকুরের মেলা^ (মোড়কের কাগজ থেকে যে নিবন্ধের উত্থান)
উইকিপিডিয়ায় আপনি কিভাবে অবদান রাখতে পারেন, তার জন্য কিছু দিকনির্দেশনা পেতে পারেন আমার নিচের ব্লগগুলোতে:
- বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি:কেন লিখব
- বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি:কিভাবে লিখব
- বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি:শুরুতেই ধাক্কা এবং শিক্ষা
- বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি:লেখালেখি পানিভাত^
উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি আমরা ক’জন মিলে গড়ে তুলি উইকিমিডিয়া বাংলাদেশ^, যা যুক্তরাষ্ট্রের উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত চ্যাপ্টার। আমি এর সহ-প্রতিষ্ঠাতা এবং অন্তর্বর্তিকালীন নির্বাহী পরিষদের সদস্য^ হিসেবে দায়িত্ব পালন করি অক্টোবর ২০১০ থেকে ১৫ জানুয়ারি ২০১৬ পর্যন্ত। এই সময় বাংলাদেশের সরকারি দপ্তরে এই সংগঠনকে নিবন্ধিত হতে হয়েছিলো। এসময় নির্বাহী পরিষদের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কোনো ঘুষ ছাড়াই প্রতিষ্ঠানটি নিবন্ধন করবার জন্য আমি জোর দাবি জানাই, এবং বাকিরাও এতে সম্মত হোন। এজন্য অবশ্য আমাদেরকে খেসারতও দিতে হয়েছিলো। অল্প ক’দিনে হয়ে যেতো যে নিবন্ধন, তাতে লেগেছিলো কয়েক বছর, কিন্তু তবু আমাদের কারো কোনো অভিযোগ ছিলো না, কারণ আমরা ন্যায়ের পথে চলেছি। অবশেষে বাংলাদেশে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে “উইকিমিডিয়া বাংলাদেশ” – আমাদের ৯জন মানুষের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত প্রাণের সংগঠন। প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও বর্তমানে দায়িত্বরত আছি এর কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য^ হিসেবে।
আমি চাই, আপনিও উইকিপিডিয়া আর এর সহপ্রকল্পগুলোতে অবদান রাখুন। আপনার গড়ে দেয়া তথ্যের ভিতে গড়ে উঠবে বাংলাভাষী আগামী প্রজন্ম নতুন মানষে।
“এই পৃথিবীটা আমরা আমাদের বাপ-দাদা’র থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি। এই পৃথিবীটা আমরা আমাদের সন্তানদের থেকে ধার নিয়েছি মাত্র।”
অজানা উৎস
বাংলা উইকিপিডিয়ায় আমার পরিচিতিমূলক পাতা থেকে আরো জানা যাবে। আমার সম্পাদিত সকল পাতার বিবরণই সেখানে পাবেন। ঘুরে দেখুন, আর যেকোনো সহায়তায়, সব সময় মনে রাখবেন, আমাকে কাছে পাবেন, ইনশাল্লাহ।
আমিই গাইব, আঁধার পৃথিবীতে আশা জাগানিয়া গান
বিশ্ব দরবারে জাগাবো আমি বাংলা ভাষায় প্রাণ।
ভাইয়া, উইকিপিডিয়া নিয়ে আমার কিছু বিশাল বিশাল প্রশ্ন আছে। সব উত্তরগুলোই গুগল করলে বা উইকিপিডিয়া হেল্পে হয়ত পাওয়া যেত, তবে একটু আন্তরিক হেল্পার জন্য আপনাকে জিজ্ঞেস করছি।
১। আমি উইকিপিডিয়াই নতুন কোনো নিবন্ধ লেখিনি। তবে এডিট করেছি। এতে কি আমার নাম থাকবে?
২। বাংলাদেশে উইকিপিডিয়ান বা কমিউনিটি বলে যা আছে এটার সদস্য হওয়া যায় কি? কিভাবে?
৩। উইকিমিডিয়া সফটওয়্যারটি যখন আমি আমার সাইটে ইউজ করছি, তখন উইকিপিডিয়ার সকল সাপোর্ট পাচ্ছিনা কেন? যেমন সুন্দর একটা প্রধান পাতা নাই, ভাষা চেঞ্জ করার অপশান নাই ইত্যাদি।
আশা করি জবাব দিবেন। আরো প্রশ্ন ছিল। কিন্তু লেখার সময় কিছুই মাথায় আসছেনা। তবে মেইন কথাটা হল উইকিপিডিয়াই কন্ট্রিবিউট করার খুব ইচ্ছা জেগেছে। কিভাবে কি করি তা নিয়ে আসল মাথাব্যাথা। 🙂
বিশাল প্রশ্নের সহজ উত্তর দেয়া যাক:
উইকিপিডিয়ায় অবদান রাখার একটা ব্রিফ পথনির্দেশনা এখানে পাবেন।
এককথায় যদি পথনির্দেশনা চান তাহলে বলতে হবে, সম্পাদনা শুরু করে দিন, ধীরে ধীরে সব গলিঘুচিতে ঘোরা হয়ে যাবে।
🙂