যোগী হাফং – একটি ব্যর্থ অভিযান
পথে, সামান্য একটা ছোট পাহাড় চড়তে গিয়েই গোড়ালি বিকল। …অর্ধেক পথ পাড়ি দিতেই হাল ছেড়ে দিলো একের পর এক সদস্য। তীরে এসে তরী ডুবিয়ে তখন ষোলকলা হলো পূরণ। …আর সেই ঘায়ে নুন ছিটাতে যখন পাড়াবাসীরা অপেক্ষা করছিলেন – তখন দুর্জয় অহমিকায় পাহাড়ও অট্টহাসি দিলো। পাহাড়ের সেই বাঁকা হাসি বড্ড কানে বাজলো – তোরা ব্যর্থ, …ব্যর্থ, …ব্যর্থ!!!