অফ-ট্র্যাক বান্দরবান ধারাবাহিকটি চলছে অনেকদিন হলো। পাঠকদের আন্তরিক অভিনন্দন। এর ৯ম কিস্তির লেখা এখনও চলছে। সময় লাগছে, কারণ ব্যক্তিগত, পেশাগত, আর উইকিপিডিয়ার ব্যস্ততা। তবে খুব শিঘ্রই ইনশাল্লাহ আপনাদেরকে ৯ম কিস্তি উপহার দিতে পারবো বলে মনে হয়। সামনের কিস্তিগুলোতে থাকবে দুটো প্যানোরামা ছবি, আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনাদের সাথে কথা ছিল, আমি রুমানা পাড়া বা রুমনা পাড়া’র কারবারির সাক্ষাৎকারের ভিডিওটা এডিট করে আপলোড করবো। নিজের অনভিজ্ঞতা আর ইন্টারনেট সংযোগের চরম দুর্বলতার দরুণ ভিডিওটা তিন দিনে অবশেষে আপলোড করেছি। একটু মনে করিয়ে দিচ্ছি, কারবারি হলেন, পাহাড়ে, গ্রাম বা পাড়া-প্রধান।
-মঈনুল ইসলাম