আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা আমার প্রথম ওয়েব-কমিক (বাংলায়)

ছোটবেলা থেকেই কমিকের নর্তক ছিলাম; সম্প্রতি কমিক প্রকাশনা সংস্থা ঢাকা কমিকের কল‍্যাণে তাতে কিছু মৃদঙ্গের তালও যোগ হয়েছে। কিন্তু একটাই সমস্যা, ছবি আঁকতে পারলেও কমিকের জন্য যেরকম পরিচ্ছন্ন ড্রয়িং জানা লাগে, তা আমি পারতাম না। এজন্য কাযিন রনি ভাইকে খুব ঈর্ষা হতো, উনি ছোটবেলা ছোট ছোট স্ট্রিপ কমিক আঁকতেন – এখন হয়তো সবই ভুলে গেছেন।

যাহোক, সেই নর্তনে মৃদঙ্গের তালের সাথে মঞ্চ হিসেবে যখন নিজের পিসিতেই Stable Diffusion সক্রীয় করতে পারলাম, তখন হাতটা নিশপিশ করছিলো কিছু একটা করবার জন্য। ভাবলাম আমার ছেলে রাফানকে একটা কমিক নিজে বানিয়ে উপহার দিই। হাতের কাছেই DALL-E, Midjourney’র প্রায় সব ফিচার, অথচ বিষয়টা এতো সহজ না। Model, LoRA, Checkpoint, Seed, Latent Couple, ControlNet-এসবের কিছুটা বুঝতে হলেও ঢের পড়ালেখা দরকার। সপ্তাহখানেক এগুলো নিয়েই পড়ে থাকলাম। প্রচুর প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করলাম। চিন্তা করলাম কিছু একটা করে ফেললে চ্যালেঞ্জগুলো আরেকটু বাস্তবতা থেকে দেখা যাবে। তাই কমিকটা বানিয়েই ফেললাম।

গল্প, সজ্জা, স্ক্রিপ্ট, প্যানেল পরিকল্পনা, প্রচ্ছদ, ব্যাক-কভার — সবই আমার মস্তিষ্কপ্রসূত; আর AI দিয়ে সেটা করিয়ে নিয়েছি যখন যেমনটা দরকার ছিলো — মানে অন্তত কাছাকাছি। কাজটা Mac থেকে করতে গিয়ে Photoshop-কে খুব মিস করেছি; তবে Photopea অপূর্ব কাজে দিয়েছে। Mac Finder-এর Preview-তে Copy Subject নামে একটা ফিচার আমার অর্ধেক কাজ সহজ করে দিয়েছে স্বয়ংক্রীয়ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভে সহায়তা করে। পুরো কমিকটা Figma-তে করা; আর এতে কাজে লেগেছে Aviran Revach-এর কমিক টেমপ্লেটটা।

জ্ঞানার্জনে অনেকটা সময় নিলেও কমিকটা প্রায় ১ দিনের মধ্যেই তৈরি করা। অনেক খুঁত আছে, অনেক খুঁত। 😢 আসলে কৃত্তিম বুদ্ধিমত্তাকে পার্ফেকশনে আনতে হলে ControlNet আর LoRA’র পরিশ্রমসাধ্য কম্বিনেশন দরকার — সেই পরিশ্রম এখনও করা হয়ে উঠেনি।

কমিকটা সম্পূর্ণ ফ্রি! (CC-0)
যার যেমন ইচ্ছা, ব্যবহার করুন, ছড়িয়ে দিন।
ভালো কথা – ছড়িয়ে যাক…


মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*