অণুকাব্য: রাঙাচূঁড়

আমি চলতে চলতে মুগ্ধ হয়ে যে
তাকিয়েছি তার পানে;

আমি শুদ্ধ হয়েছি, হয়েছি তৃপ্ত
তারই অবগাহনে।

আমি অভিভূত, বিমোহিত হয়েছি
চরিনু এ সমতলে;

যেথায় গগন আমার রাঙা হয়ে উঠে
কৃষ্ণচূঁড়ার লালে।

মঈনুল ইসলাম
২৫ এপ্রিল ২০১৩

প্রকাশ করেছেন

মঈনুল ইসলাম

An ex-Notre Damian, a Graphics, UI Design & Web Development professional, seeking truth in modern world using his interests in theology, theosophy, occult, psychology, cultures, linguistics, noetics, material science and logic.

মন্তব্য করুন