অণুকাব্য: রাঙাচূঁড়

আমি চলতে চলতে মুগ্ধ হয়ে যে
তাকিয়েছি তার পানে;

আমি শুদ্ধ হয়েছি, হয়েছি তৃপ্ত
তারই অবগাহনে।

আমি অভিভূত, বিমোহিত হয়েছি
চরিনু এ সমতলে;

যেথায় গগন আমার রাঙা হয়ে উঠে
কৃষ্ণচূঁড়ার লালে।

মঈনুল ইসলাম
২৫ এপ্রিল ২০১৩

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*