আমি চলতে চলতে মুগ্ধ হয়ে যে
তাকিয়েছি তার পানে;
আমি শুদ্ধ হয়েছি, হয়েছি তৃপ্ত
তারই অবগাহনে।
আমি অভিভূত, বিমোহিত হয়েছি
চরিনু এ সমতলে;
যেথায় গগন আমার রাঙা হয়ে উঠে
কৃষ্ণচূঁড়ার লালে।
– মঈনুল ইসলাম
২৫ এপ্রিল ২০১৩