ধারাবাহিক: বাংলা নতুন পারিভাষিক প্রতিশব্দ —এর একটি পর্ব
বাংলা উইকিপিডিয়ায় এবং ওয়ার্ডপ্রেসের বাংলা অনুবাদ প্রকল্পে কাজ করার সুবাদে প্রায়ই আমাদেরকে বিদেশী বিভিন্ন শব্দের বাংলা প্রতিশব্দ কী হবে, তা নিয়ে বিশেষ সমস্যায় পড়া লাগে। তখন এখানে, ওখানে হাতড়ে বেড়াই বাংলা প্রতিশব্দের জন্য। কোনো কোনো টার্ম আছে, যেগুলো বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে, সেগুলোর জন্য বাংলা প্রতিশব্দ অভিধান আছে। কিন্তু অনেক টার্ম আছে, যা এখন কোনো সফ্টওয়্যার কিংবা গোষ্ঠী বহুল ব্যবহার করছে, আগে অতোটা ব্যবহৃত হতো না, সেগুলো আসলেই সমস্যা তৈরি করে। তাই সমমনা আমরা নিজেদের প্রয়োজনে সেগুলোর অর্থ খুঁজে নেই, কিংবা অবর্তমানে নিজেরাই তৈরি করে নিই। সেগুলোরই একটা নথিপত্র থাকা দরকার, যাতে আর-দশজন আমাদের মতো হাতড়ে না বেড়ায়…।
এর অনেকগুলোই আমি নিজের মতো তৈরি করে নিয়েছি, তবে কিছু কিছু আছে বাংলা সম্প্রদায়ের কারো না কারো থেকে ধার করা। এখন মনে করতে পারছি না, নাহলে যথাযোগ্য স্মরণ করতাম। তবে যেখানেই নামধাম মনে আছে, সেখানে যথাসাধ্য চেষ্টা করেছি নামোল্লেখ করে দিতে…
আপনাদের কাজে লাগলেই ভালো লাগবে…
নতুন পারিভাষিক শব্দ
bulk | (বাল্ক) | গুচ্ছ |
---|---|---|
bulk actions | (বাল্ক অ্যাক্শন্স) | গুচ্ছ কার্যাদি |
tyrolean traverse | (টাইরোলীন ট্র্যাভার্স) | রজ্জু পারাপার; রজ্জু তীরোপার |
perfectionist | (পার্ফেক্শনিস্ট) | শুদ্ধাচারী; নিখুঁতাচারী; নিখুঁতসন্তোষী |
এর সাথে কিছু প্রায়োগিক অর্থকে গুছিয়ে ফেলা যাক:
প্রায়োগিক অর্থ
department | (ডিপার্টমেন্ট) | বিভাগ |
---|---|---|
category | (ক্যাটেগোরি) | বিষয়শ্রেণী |
-মঈনুল ইসলাম