সিলেটি নাগরি↔বাংলা লিপ্যন্তর

প্রচলিত আছে, সিলেটি নাগরি লিপি (সিলেটি ভাষার নিজস্ব লিপি) মাত্র আড়াই দিনে শেখা যায়। আমি যে খুব দ্বিমত করি, তা কিন্তু নয়। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যারা বাংলা জানি, তাদের জন্য বিষয়টা একটু ঝক্কির হয়ে দাঁড়ায়, কারণ কিছু কিছু হরফে, বাংলাকে অস্বীকার না করতে শিখলে, বাংলা এসে সিলেটি নাগরি শেখার পথে কিঞ্চিৎ বাধা হয়ে দাঁড়ায় বলে মনে হয় আমার; যেমন: নাগরি ‘উ’ (ꠃ) দেখলেই পড়ি ‘ত্ত’ (ত+ত), নাগরি ‘চ’ (ꠌ) দেখলে পড়ি ‘ব’, ইত্যাদি। তবে এটা ঠিক, নাগরি শেখার জন্য আলাদা করে সময় বের করিনি কখনও; পরিশ্রম ছাড়া কিছুই অর্জিত হয় না।

কিন্তু নাগরি পড়তে জানি না, তাতে কী হয়েছে? নাগরি যাতে অন্তত দুর্বোধ্য আর না থাকে, সেজন্য একটা অনলাইন টুল বানিয়ে ফেললাম, যাতে নাগরি দিলে বাংলা হরফে বদলে দিবে, আর বাংলা দিলে নাগরিতে…

সিলেটি নাগরি-বাংলা লিপ্যন্তর

এক বসাতেই বানিয়েছি, কোনো বাছ-বিচার, গবেষণা কিচ্ছু করা হয়নি। তাই এটাকে alpha রিলিয বলছি। কোনো ত্রুটি ধরার আগে, কিভাবে সেটা টেকনিক্যালি সমাধান করা যেতে পারে, সেই পরামর্শটা দিলে বেশি উপকার হবে। একান্তই নিজের জন্য বানিয়েছি, কারো কাজে লাগলে ভালো লাগবে। পছন্দ হলে Github Star দিতে উৎসাহিত করা হচ্ছে…

– মঈনুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*