আল্লাহ’র সাতটি মৌলিক বৈশিষ্ট্য

ইসলাম ধর্ম মতানুসারে ঈশ্বরের (আল্লাহ’র) ৭[সাত]টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে:

  1. Life (সত্তা) – অর্থাৎ তাঁর অস্তিত্ব আছে। তিনি তাঁর অবয়ব নিয়ে “আছেন”, সেই অবয়ব কেমন, তা আমরা জানি না। মানুষের জ্ঞান দিয়ে সেই অবয়বের ব্যাখ্যা হয় না।
  2. Knowledge (জ্ঞান) – অর্থাৎ তিনি সজ্ঞান, মানে তিনি জ্ঞান দ্বারা পূর্ণ। তিনি নিজে থেকেই সব জানেন।
  3. Power (ক্ষমতা) – অর্থাৎ তিনি হুকুম করার মত সক্ষমতা রাখেন, তাঁর নিজস্ব ক্ষমতা আছে, যা বেশ তীব্র এবং সর্বোচ্চ।
  4.  Free Will (মুক্ত ইচ্ছা) – অর্থাৎ তিনি কারো সহায়তা ছাড়াই নিজেই নিজের ইচ্ছা করতে পারেন। “ইচ্ছাস্বাধীন” শব্দটা তাঁর ক্ষেত্রেই সবচেয়ে বেশি যুৎসই।
  5. Hearing (শ্রবণ) – তিনি শোনেন। সব শোনেন। তিনি শুনতে পারেন। কিন্তু শোনার জন্য যে ‘কান’ই লাগবে তাঁর, ব্যাপারটা সেরকম নয়। তিনি স্বীয় অবয়বে শুনতে পান।
  6. Sight (দর্শন) – তিনি দেখেন। সব দেখেন। দেখতে পারেন। তবে দেখার জন্য যে ‘চোখ’ই লাগবে, বিষয়টা সেরকম নয়। তিনি স্বীয় অবয়বে দেখেন।
  7. Speech (বক্তব্য) – তিনি বলেন। তাঁর বক্তব্য আছে। তিনি বলেন, তবে ‘কথা বলেন’ বললে যমনটা মুখ নিঃসৃত কথা আমরা বুঝি বিষয়টা সেরকম নয়। তিনি স্বীয় অবয়বে বলেন।

তাই শেষের তিনটি বৈশিষ্ট্য কখনোই সাধারণ মনুষ্য-ধারণার আদলে মিলানো যাবে না।

-মঈনুল ইসলাম

wz.islam@gmail.com

___________
তথ্যসূত্র:
Encarta Encyclopedia 2004 (Deluxe Edition) CD version.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*