ক‍্যাম্পেইন: সুইচ উল্টো দিকে চাপলেই বাতি নেভানো যায়

“দিনের বেলায় বাতির প্রয়োজন হবে না”— এমনটা বলছি না আমি। আপনার প্রয়োজন হলে একশোবার জ্বালাবেন।

বিদ‍্যুৎ সাশ্রয় ক‍্যাম্পেইনের পোস্টার

কিন্তু জ্বালানোর পরে, কাজ যখন শেষ, বাতিটা নিভিয়ে ফেলুন, দয়া করে।

এই বিষয়টা আমাকে কুরে কুরে খাচ্ছিলো সব সময়। ভাবলাম কিছু একটা করা যাক…

তখনই মাথায় এলো এই কথাগুলো:

আপনি জানেন কি?
সুইচটা উল্টো দিকে চাপলেই
বাতি নেভানো যায়

ছবিটা কেমন হবে, সেটাও মাথায় ছিলো। এই দৃশ‍্য দেখে, অফিসে, মোবাইল দিয়ে তেমন একটা ছবিও তোলার চেষ্টা করি, কিন্তু ব‍্যর্থ হই ভালো মানের ছবি তুলতে। পরে চিন্তা করলাম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তা নিলে কেমন হয়?

গুগলের Gemini দিয়ে অনেকবারের চেষ্টায় মোটামুটি ভালো একটা ছবি পেলাম। অনেকবার চেষ্টা করতে হলো, কারণ ঘরের ভিতরে বাতি জ্বলতে থাকলেও গুগল আমার প্রম্পট নিয়ে যে ছবি দিচ্ছে, সেটাতে দেখা যায় সুইচটা বন্ধ অবস্থায় আছে। এই ছবিটাতে সুইচটা চালু অবস্থায় পাওয়া গেলো।

তারপরও নানারকম সম‍স‍্যা ছিলো ছবিতে। ফটো এডিটিং সফ্টওয়‍্যার দিয়ে সেগুলো ঠিকঠাক করে নিলাম। আর পোস্টার তৈরি করবার জন‍্য দরকার ছিলো আরো বড় আকারের ছবির। তাই Dall-E 2’র হেল্প নিয়ে ছবির বাড়তি অংশ আউটপেইন্ট করিয়ে নিলাম। এরপর Figma-তে ছবিটা বসিয়ে কিছুটা টাইপোগ্রাফি’র সহায়তায় তৈরি করলাম পোস্টার আর সোশ‍্যাল মিডিয়া কন্টেন্ট।

বিদ‍্যুৎ সাশ্রয় ক‍্যাম্পেইনের সোশ‍্যাল মিডিয়া ব‍্যানার

#বিদ্যুৎ_সাশ্রয় হ‍্যাশট‍্যাগে সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলাম এই ছবিটা, ইনশাআল্লাহ।

এই ছবির বক্তব‍্য উন্মুক্ত। আপনার ভালো লাগলে এই লেখা নিয়ে আপনি আপনার মতো ক‍্যাম্পেইন করুন। আমার লগো বাদ দিয়ে আপনার লগো বসালেও আমি আপত্তি করবো না। তবু কথাগুলো ছড়িয়ে যাক…

মঈনুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*