ইউনিকোড বাংলা স্ক্রিপ্ট নিয়ে বেশ সুন্দর আর গোছানো কাজ করেছেন Rishida। তাঁর কাজগুলো পাওয়া যাবে তাঁর নিজের ওয়েবসাইটে^। বাংলা স্ক্রিপ্টিং নিয়ে তাঁর লেখা নিচের পোস্টগুলো বেশ সমৃদ্ধ:
কে এই রিশিদা? তাঁর একটি সাক্ষাৎকার সংগ্রহ করে দিয়েছেন শাবাব মুস্তাফা, পাওয়া যাবে নিচের লিংকে:
এতটুকুতো অন্তত পরিষ্কার, তাঁর পুরো নাম Richard Ishida। বাকিটা ঐ সাক্ষাৎকার আর তাঁর নিজের সাইট আর কাজগুলো থেকে জেনে নেয়া যেতেই পারে।
শ্রদ্ধা জানাই তাঁর কাজের প্রতি… (Kudos to his works for Bengali (Bānglā) )
-মঈনুল ইসলাম
রিশিদার সাক্ষাৎকার টি পড়ে অনেক ভাল লাগলো।