নিশাচর সাময়িকভাবে তার চেহারা আর ফিচার হারিয়েছে! 🥲

nishachor.com সাময়িকভাবে চেহারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। 😢

ব্যবহৃত থিমটি অনেক আগে তৈরি করেছিলাম, তখন না ছিলো taxonomy meta, না ছিলো সহজ customizer API। সেখানে ব্যবহৃত একটি তৃতীয় পক্ষীয় অ্যাডমিন ফ্রেমওয়ার্ক আর হালনাগাদ করা হয়নি, এমনকি থিমটিও সময়ের অভাবে উন্নয়ন করা হয়নি বলে আজকে ঐ অ্যাডমিন ফ্রেমওয়ার্কের ফোকর গলে সাইটে ট্রোযান অ্যাটাক হয়েছিলো।

বাধ্য হয়ে থিমটি বাদ দিয়েছি। ইনশাআল্লাহ, সময় পেলে নতুন থিমের কাজে হাত দিবো। ততক্ষণ সাময়িকভাবে এই থিমেই সাইট চলবে। নিশাচর-এর “ধারাবাহিক” ফিচারটি তাই সাময়িকভাবে পাওয়া যাবে না। এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাঠক খন্দকার জিয়াউর রহমানের প্রতি, যিনি সমস্যাটা প্রথম দৃষ্টিগোচর করান। তাঁর প্রতি একরাশ ভালোবাসা।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*