কর্মক্লান্তি থেকে পালাতে – পাহাড়ের উল্টো পিঠে : পর্ব ৭
ডলু ঝরণা দেখিয়ে পালালো গাইড টনি (ছদ্মনাম)। আরেকটা ঝরণা দেখানোর কথা ছিল তার। অকুল পাথার থেকে উদ্ধার পাবার জন্য চারজন পাহাড়ির সঙ্গী হলাম আমরা। তাদেরকে অনুসরণ করে করে আমরা পাইন্দু খাল ছেড়ে উত্তর দিকের পাহাড়ে চড়েছি। কারা এরা, জানি না। উপরে উঠছি, তো উঠছিই। পথ আর ফুরায় না। লক্ষণ দেখে আমার মনে উঁকি দিলো একটা…