কবিতা: ভাষা সৈনিক নব বাংলায়
বলিয়াছি আদো বোল এ বাংলায় রচিয়াছি কত গাঁথা ভাবি নাই কভু উর্দু আমার জাগাইবে মাথাব্যাথা থাকিনি বসিয়া চুপ্টি করিয়া উর্দু বোলেতে দুগাল ভরিয়া বজ্রকণ্ঠে, জোর কদমে হাঁকিছি বঙ্গ-বোল আমারি ডাকেতে ওরাও জাগিলো বাঁধিলো যে সরগোল ঠেকায় মোদের সাধ্য যে কার উর্দুর মাথা ভাঙিব এবার রাজপথে নামি আমরা ক’জনা পড়িলাম গিয়া একগাদা সেনা- তোপের মুখেতে শেষে;…