© স্বত্ত্ব চিরকুট

এই ব্লগের (nishachor.com) যাবতীয় লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য উপাদানকে এক কথায় ‘উপাদান’ বলা হচ্ছে, এবং এই উপাদানসমূহই এই স্বত্ত্বের শর্তের আওতাধীন।

ব্লগের যাবতীয় উপাদানের স্বত্ত্ব CC BY-NC-ND 4.0^ (Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International) লাইসেন্সের শর্তে উন্মুক্ত। বোধগম্যতার স্বার্থে এখানে বাংলা করার প্রয়াস করা হয়েছে মাত্র। লাইসেন্সের শর্ত হিসেবে, কিংবা দ্ব্যর্থতা নিরসনে ইংরেজিতে বর্ণিত লাইসেন্সের নিয়মাবলী/শর্তাবলী ধর্তব্য হবে।

এই লাইসেন্স মতে, আপনার যা করবার অনুমতি আছে:

 

আপনি ছড়িয়ে দেয়ার (Share) জন্য অনুমতিপ্রাপ্ত – যেকোনো মাধ্যমে, যেকোনো ফর্মেটে যাবতীয় উপাদানের হুবহু অনুলিপি করতে পারবেন এবং ছড়িয়ে দিতে পারবেন।

 

তবে নিম্নলিখিত শর্তসাপেক্ষে

নাম ও উৎস উল্লেখ:
আপনাকে এই লেখকের (মঈনুল ইসলাম মঈন – Mayeenul Islam Mayeen) যথাযথ নাম ও উৎস উল্লেখ করতে হবে, স্বত্ত্ব চিরকুটের লিংক দিতে হবে, এবং কোনো পরিবর্তন করে থাকলে তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে। তবে বিশেষ কারণবশত আপনাকে পরিবর্তন করতেই যদি হয়, তাহলে কপিরাইটধারীর লিখিত অনুমতিসাপেক্ষেই কেবল আপনি তেমনটা করতে পারবেন।
অবাণিজ্যিক:
এর উপাদানসমূহ আপনি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না।
অনাহরণ:
আপনি যদি এর উপাদানে কিছু মেশান, বদলে নেন, কিংবা এর উপর ভিত্তি করে কিছু করেন, তাহলে আপনি পরিবর্তিত উপাদান প্রকাশ করবেন না।
কোনো বাড়তি বাধাদান:
এই লাইসেন্সের শর্তে যা উন্মুক্ত করা হয়েছে, তাতে বাধা দিতে পারে এমন কোনো আইনী কিংবা প্রাযুক্তিক কারসাজি আপনি করতে পারবেন না।

 

লেখার স্বার্থে বিভিন্ন উৎস থেকে উদ্ধৃতি, ছবি, ভিডিও, এমনকি লেখা সংযুক্ত করা হয়েছে, যা স্ব স্ব লেখক ও অবদানকারীর স্বত্ত্বাধিকার সংরক্ষিত (যাবতীয় উপাদানেরই উৎস উল্লেখ করা হয়েছে)। ব্লগে উল্লেখিত কোনো উদ্ধৃতি, লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য উপাদান প্রচার করার ক্ষেত্রে স্ব স্ব স্বত্ত্বাধিকারীর শর্ত প্রযোজ্য হবে।

One thought on “© স্বত্ত্ব চিরকুট

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*