অজানা লেকের অভিযানে বান্দরবান ২০১৩ : প্রথমাধ্যায় : পর্ব ২
শহীদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-একুশে ফেব্রুয়ারি-সাপ্তাহিক ছুটির দিন, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই: আমরা ১৪জনের তিনটে দল একত্রে একটা মোটামুটি ধাঁচের বাসে করে চলেছি বান্দরবান, উদ্দেশ্য রুমা হয়ে বগা লেক এবং সাকা হাফং: কিন্তু প্রধানমন্ত্রী বান্দরবান যাবেন বলে রুমা-বগা বন্ধ করে দেয়ায় বিকল্প পরিকল্পনা করতে হলো মুহূর্তের মধ্যে। এদিকে ড্রাইভার ব্যাটা মিসাইলের গতিতে গাড়ি চালাচ্ছে, চিৎকার করে…