সংখ্যা পরিচিতি নতুন করে

সংখ্যা নিয়ে ভাববার এতো কিছু ছিল কিনা বুঝতে পারতাম না কোনোদিন। যদি না শ্রদ্ধেয় হাসান ভাই আমাকে একটি প্রশ্ন করে পাঠাতেন। হাসান ভাই কী প্রশ্ন করেছিলেন, সেটা আর এখন মনে করতে পারছি না; শুধু এতটুকু মনে আছে, শূণ্য-কে গণনায় ধরতে তাঁর বড় আপত্তি ছিল। তবে তাঁর জিজ্ঞাসার প্রেক্ষিতে যা জেনেছিলাম, সেটা মনে আছে। ইন্টারমেডিয়েট পড়ার…

বিস্তারিত