প্লুটো – দূরের ঐ শিশুটাকে কাছ থেকে দেখা

কালো মহাকাশ দিয়ে শাঁই শাঁই করে উড়ে যাচ্ছে একটা পিয়ানো আকৃতির বস্তু; আসলে এটা একটা যন্ত্র, একটা স্পেস প্রোব। বুলেটের চেয়েও দ্রুত গতিতে উড়ে যাচ্ছে অসীম মহাকাশের দিকে। আসলে তার যাওয়ারও একটা উদ্দেশ্য আছে, সে যাচ্ছে প্লুটো নামক একটা গ্রহকে কাছ থেকে দেখার জন্য। প্লুটো, আমাদের সৌরপরিবারের এক শিশুর নাম। আজ আমরা তারই গল্প আরেকবার নতুন…

বিস্তারিত