অজানা লেকের অভিযানে বান্দরবান ২০১৩ : প্রথমাধ্যায় : পর্ব ৪
সেনাবাহিনী ৬টার সময় থানচির পথ বন্ধ করে দিলেও ঈশ্বরের অনেক কৃপায় আমরা ছাড় পেলাম। কিন্তু মনের আনন্দে এসে ধরা পড়লাম বলিপাড়া বিজিবি ক্যাম্পে। ৯জন ছেলের সাথে একটা মেয়ে বিশেষ সন্দেহজনক এবং ঘোলাটে ব্যাপার। সেই ঘোলাজল পরিষ্কার করবার দায়িত্ব ছিল খুদ দুবারাহ’র উপর, কিন্তু সে যখন জানালো তার গার্জিয়ানরা সব এ্যামেরিকায়, তখন আর কোনো পথ খোলা…