প্লুটো এবং গ্রহ-বিতর্কের অবসান
মার্কিন মহাকাশ পর্যবেক্ষক ক্লাইড টমবগের (Clyde William Tombaugh) ডায়রী থেকে উদ্ধৃত করেই শুরু করি: জানুয়ারি ২৩: লওয়েল অবযারভেটরিতে (Lowell Observatory) যোগদান করলাম, যেখানে আমরা [প্রতীকি নাম] x [এক্স]-নামক নবম একটি গ্রহ খুঁজছি। এখানকার দূরবিক্ষণ যন্ত্র (telescope) অবশ্যই বিশাল; খামারের যন্ত্রপাতি আর গাড়ির যন্ত্রাংশে তৈরি আমার নিজের বানানো [দূরবিক্ষণের] প্রতিফলককে হারিয়ে দিবে এটি [নিশ্চিত]। [নক্ষত্রপুঞ্জ] মিথুনের…