জলহিতৈষী আমির খান

আমির খানকে কে না চিনেন! বলিউডের পপুলার মুভিগুলোর পাশাপাশি, মনে ছাপ রেখে দেয়া মুভির নির্মাতা, অভিনেতা – পুরো দস্তুর এক প্যাকেজ তিনি। তাঁর যে অনেক দাতব্য সংগঠন আছে, সেটা আমরা অনেকেই জানি না।

আমাদের দেশে তো এখন সবাই স্টাইলে উঠেছে। কুয়া (well) থেকে কেউ আর পানি তুলে না। টিউবওয়েল (tube well) না হলে যে ইজ্জত থাকে না। আর পানির স্থায়ী সমাধান করবার জন্য মোক্ষম ব্যবস্থা পেয়ে গেছে সবাই – লাগাও ডীপ টিউবওয়েল (deep tube well)। তাও হয় না, হাত দিয়ে চাপ দিলে কি আর ইজ্জত থাকে? মোটর লাগিয়ে মাটির গভীর গভীরতর গভীরতম প্রোকষ্ঠ থেকে শত শত বছর ধরে তিলে তিলে জমানো বিশুদ্ধ পানি, হ্যাঁ মাগনা ফিল্টার করা পানি, তুড়ি মেরে তুলে এনে হাত-পা ধুই।

কিন্তু, এই পাশের দেশ ভারতের অনেক জায়গায় মানুষ ডীপ টিউবওয়েল দিয়েও পানি পান না। শুষ্ক মৌসুমে সরকার থেকে পানির ট্রাক দিয়ে পানি দেয়া হয় শ্রেফ খাবার জন্য – বাকি আর কিছু যদি থাকে, মরে যাও।

আমির খান একটা টকশো উপস্থাপনা করতেন। সেখান থেকে তিনি জানতে পারেন, ভারতের একটা বড় জনগোষ্ঠী সুপেয় পানি এমনকি পান অযোগ্য পানিরও কষ্টে ভুগছে। তিনি ঠিক করেন এই সমস্যার সমাধান খোঁজা দরকার, আর তিনি জানতেও পারেন যে, এই সমস্যার স্থায়ী সমাধানও বের করা সম্ভব। দরকার স্থানীয়দেরকে নিয়ে একটা মস্ত বড় পরিকল্পনা, আর তাদের দুর্বার সহায়তা।

তিনি আর তাঁর স্ত্রী কিরণ রাও প্রতিষ্ঠা করেন “পানি ফাউন্ডেশন” (Paani Foundation)। বিশেষজ্ঞদের জড়ো করেন। পথ বের করেন। গ্রামে গ্রামে পানির পেয়ালা (water cup) তৈরির প্রতিযোগিতা শুরু করেন। এই কাপ সেই কাপ না, এই কাপ geologic level-এর কাপ – বড় বড় বাঁধ আর তার সামনে ট্রেঞ্চ – permaculture-এর প্রকৃষ্ট উদাহরণ!

তিনি প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা থাকলেই উপায় হয়, ইনশাআল্লাহ। সব সম্ভব। শুধু একটু হিম্মত করতে হবে। মাত্র ৪৫ দিনে বদলে দিলেন পুরো এলাকার চেহারা… এবং তারও চেয়ে বড় কথা, এই যুদ্ধ শুধু জল পাবার নয়, এই যুদ্ধ একই সাথে বলীয়ান করেছে সেসব অঞ্চলের অর্থনীতিকে, সমাজ ব্যবস্থাকে, শিখিয়েছে সম্মিলিত কাজের সুফল।

১০ মিনিটের এই ভিডিওটা দেখতে পারেন…

আর আমাদের জন্য শিক্ষা, দেয়ালে পিঠ ঠেকে যাবার আগে যেন সাবধান হই… জলকষ্ট বড় কষ্ট – জলকষ্টে যাবার আগে জলের বহুধা ব্যবহার এখনই নিশ্চিত করি, ভূগর্ভস্থ পানির (ground water) থেকে চাপ কমিয়ে ভূপৃষ্টের জল (surface water)-এর বহুধা ব্যবহার নিশ্চিত করি, সন্তুষ্ট থাকি।

– মঈনুল ইসলাম

প্রচ্ছদের ছবি: freepressjournal.in; শুষ্কতার ছবি: indiawaterportal.org; সবুজ ছবি: paanifoundation.in

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*